Saturday, October 9, 2010

আসরে-আসরে আগমনী গান

আসরে-আসরে আগমনী গান



বইতেছে শরদের স্নিগ্ধ বাতাস
ছড়িএছে চতুর্দিক কত উল্লাস
আসরে-আসরে আগমনী গান
আনংদে ভরা  শুভ্র নীলাকাশ.....
অভিনংদন মা শারদের সুপ্রভাতে
উদবোধন উদঘোশ উশা বেলাতে
মুদিত মংগল ঘট সাজাইতে
সুগংধ সুমন লইয়া দূ হাথে
নমন করি মা তব শ্রীচরনে
অংতরে ভরে উঠেছে প্রকাশ.....
আনংদিত ইংদিরা পুরম বাসীরা
মাএর বংদনে আল্হাদিত ঢাকীরা
সুশোভন আলপনা সাজায় সখিরা
সদ্ভাবের সুর সাধিল সাথীরা
সংকল্পের শুভ দীপ জালাইয়া
প্রারংভ হল প্রগতির সত্প্রয়াস.....
বাত্সল্যময়ী মা বরদায়িনী
শুভদা, সুখদা শাংতিদায়িনী
বংদন,আরাধন করি মা স্তবন
কল্যান কর মা করুনাদায়িনী
নিজ কৃপা রাখ ভকতবত্সলা
হর মা তুমি সংসারের ত্রাস... 


No comments:

Post a Comment